Xi Jinping’s unprecedented third term as China’s president was officially endorsed by the country’s political elite today.
= চীনের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশটির প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিংয়ের নজিরবিহীন তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়টিতে আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন।
Almost three thousand members of China’s parliament voted unanimously in the Great Hall of the People for the 69-year-old Xi in an election.
= চীনের পার্লামেন্টের প্রায় ৩ হাজার সদস্যের সকলেই “গ্রেট হল”-এ ৬৯ বছর বয়সী শি জিনপিংয়ের পক্ষে ভোট দেন।
Xi extends his tenure amid increasingly adversarial relations with Washington and West over Taiwan, Beijing’s backing of Russia, trade and human rights.
= তাইওয়ান ইস্যু, রাশিয়ার প্রতি বেইজিংয়ের সমর্থন, বাণিজ্য ও মানবাধিকার ইস্যুতে ওয়াশিংটন এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ক্রমান্বয়ে বাড়তে থাকা বৈরিতাপূর্ণ সম্পর্কের মধ্যেই শি জিনপিং তার শাসনামলের মেয়াদ বৃদ্ধি করলেন