The United Nations has said damage from the catastrophic earthquake that struck Turkey and Syria last month has been estimated at over 100 billion US dollars for Turkey alone.
= জাতিসংঘ বলেছে, গত মাসে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে কেবল তুরস্কেই আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশী।
The 7 point 8 magnitude quake that struck on February 6 and its aftershocks have claimed more than 45 thousand lives in Turkey.
= গত ৬ ই ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশী মানুষ প্রাণ হারিয়েছে।
After the earthquake, about 1 point 5 million people are living in tents while another 46 thousands have been moved to container houses.
= ভূমিকম্পের পর প্রায় ১৫ লাখ মানুষ তাঁবুতে বাস করছেন এবং আরো ৪৬ হাজার মানুষকে কন্টেইনার হাউজে সরিয়ে নেয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *