THB LTD.

The United Nations has said damage…..

The United Nations has said damage from the catastrophic earthquake that struck Turkey and Syria last month has been estimated at over 100 billion US dollars for Turkey alone.
= জাতিসংঘ বলেছে, গত মাসে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে কেবল তুরস্কেই আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশী।
The 7 point 8 magnitude quake that struck on February 6 and its aftershocks have claimed more than 45 thousand lives in Turkey.
= গত ৬ ই ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশী মানুষ প্রাণ হারিয়েছে।
After the earthquake, about 1 point 5 million people are living in tents while another 46 thousands have been moved to container houses.
= ভূমিকম্পের পর প্রায় ১৫ লাখ মানুষ তাঁবুতে বাস করছেন এবং আরো ৪৬ হাজার মানুষকে কন্টেইনার হাউজে সরিয়ে নেয়া হয়েছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights