The president of Honduras has declared a curfew in Choloma, a town where 13 people were shot dead in a pool hall on Saturday.

= হন্ডুরাসের প্রেসিডেন্ট Choloma শহরে কারফিউ জারি করেছেন। গত শনিবার শহরটির একটি পুল হলে ১৩ জনকে গুলি করে হত্যা করা হয়।

The victims were 12 men and one woman who were attending birthday party.

= নিহতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১ জন নারী ছিলেন, যারা একটি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

Separate murders in the same region also happened recently and are assumed to be related to drug-trafficking gangs.

= সম্প্রতি একই অঞ্চলে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং মাদক-পাচারকারী চক্রগুলোর সঙ্গে সেগুলোর যোগসূত্রতা থাকতে পারে বোলে ধারণা করা হচ্ছে।

The curfew will last for at least 15 days, and additional security officers will be sent to the area.

= সেই অঞ্চলে অন্তত ১৫ দিন কারফিউ বলবৎ থাকবে এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা কর্মকর্তা সেখানে পাঠানো হবে।

A week before the shootings, around 46 women were killed in a prison riot near the capital Tegucigalpa due to rivalries between two of Central America’s notorious criminal gangs.

= এই হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে, মধ্য আমেরিকার কুখ্যাত অপরাধী চক্রগুলোর মধ্যেকার বিরোধের জের ধরে রাজধানী তেগুচিগালপার কাছে এক কারাগারে দাঙ্গায় প্রায় ৪৬ জন মহিলাকে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *