The European Union has said it is suspending financial support and cooperation on security with Niger following this week’s military coup.

= ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, চলতি সপ্তাহে নাইজারে সামরিক অভ্যুত্থানের জের ধরে তারা দেশটির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত অর্থনৈতিক সহায়তা এবং সহযোগিতা বাতিল করতে যাচ্ছে।

The commander of Niger’s presidential guard General Abdourahamane Tchiani yesterday declared himself the head of a transitional government after his soldiers took President Mohammed Bazoum into custody on Wednesday.

= নাইজারে প্রেসিডেনশিয়াল গার্ডের কমাণ্ডার জেনারেল Abdourahamane Tchiani-এর সৈন্যরা গত বুধবার প্রেসিডেন্ট Mohamed Bazoum-কে আটক করার পর তিনি নিজেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা দেন।

Meanwhile, the African Union also demanded the military in Niger return to their barracks and restore constitutional authority within 15 days since it grabbed power.

= এদিকে, সৈন্যদেরকে ব্যারাকে ফিরে যেতে এবং ক্ষমতা দখলের ১৫ দিনের মধ্যে সাংবিধানিক কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে আফ্রিকান ইউনিয়নও নাইজারের সামরিক বাহিনীর প্রতি আহবান জানিয়েছে।