The 16-km long Chattogram Elevated Expressway, Chattogram’s first-ever elevated expressway, is set to partially open for traffic by December this year in conjunction with the Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel.
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বর নাগাদ যান চলাচলের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হবে এযাবৎকালে চট্টগ্রামে নির্মিত ১৬ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম এলিভেটেট এক্সপ্রেসওয়ে।
Project Director and Chattogram Development Authority Executive Engineer Mahfuzur Rahman told BSS that a total of 72 percent construction works of the elevated expressway, the second largest elevated expressway in the country, has already been completed.
= প্রকল্প পরিচালক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বিএসএস-কে জানান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপ্রেসওয়ের মোট ৭২ শতাংশ নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
The construction work on the remaining part of the expressway will continue after opening its 10 kilometer section by December this year, which will link Patenga and Nimtola and is expected to improve traffic flow through the Bangabandhu Tunnel.
= চলতি বছরের ডিসেম্বর নাগাদ ১০ কিলোমিটারের সেকশনটি চালু করার পর এক্সপ্রেসওয়ের বাকী অংশের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে, যা পতেঙ্গা এবং নিমতলাকে সংযুক্ত করবে এবং এর ফলে বঙ্গবন্ধু টানেলের যানজট নিরসন করবে বলে আশা করা হচ্ছে।
Terming some changes to the design of the elevated expressway Engineer Mahfuzur Rahman said it will now connect with the Akhtaruzzaman Flyover in Lalkhan Bazar, eliminating the need to come down to the road to reach the flyover or the expressway.
= এলিভেটেট এক্সপ্রেসওয়ের নকশায় কিছু পরিবর্তনের কথা উল্লেখ করে প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, এটি এখন লালখান বাজারে আখতারুজ্জামান ফ্লাইওভারের সঙ্গে সংযুক্ত হবে, যার ফলে ফ্লাইওভার কিংবা এক্সপ্রেসওয়েতে পৌঁছানোর জন্য কাউকে আর সড়কে নেমে আসতে হবে না।