Japan is to restore South Korea to a list of trusted trade partners in July.

= আগামী জু্লাইয়ে বিশ্বস্ত বাণিজ্য সঙ্গী হিসেবে দক্ষিণ কোরিয়াকে পুনরায় তালিকাভুক্ত করতে যাচ্ছে জাপান।

The decision reverses its 2019 removal during a dispute over historical forced labor.

= ঐতিহাসিক বলপূর্বক শ্রম নিয়ে বিরোধ চলাকালে ২০১৯ সালে দক্ষিণ কোরিয়াকে তালিকা থেকে বাদ দেয় জাপান এবং এই সিদ্ধান্তের ফলে তার অবসান হলো।

The move marks the latest steps in efforts by the neighbors to soften ties.

= সাম্প্রতিক এই উদ্যোগকে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নমনীয় করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Relations between Japan and South Korea have not been easy due to bitter memories of Japan’s occupation of the Korean peninsula from 1910 to 1945.

= ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের কোরীয় উপদ্বীপ দখল করে রাখার তিক্ত স্মৃতির কারণে জাপান এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্ক স্বাভাবিক ছিলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *