Iran’s supreme leader Ayatollah Ali Khamenei has called for the perpetrators of schoolgirl poisonings to be punished as attacks spread across the country.
= ইরান জুড়ে স্কুলছাত্রীদের বিষপ্রয়োগের ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
He said the poisonings are a major and intolerable crime and the perpetrators must face the harshest punishment for incidents.
= তিনি বলেন, বিষ প্রয়োগ গুরুতর ও ক্ষমার অযোগ্য অপরাধ এবং অপরাধীদের অবশ্যই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
It has spread fear among parents and throughout Iranian society.
= এ ঘটনায় পিতা-মাতাসহ ইরানি সমাজে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে।