Cambodian opposition leader Kem Sokha has been sentenced to 27 years under house arrest for treason.
= কম্বোডিয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দেশটির বিরোধী দলীয় নেতা Kem Sokha-কে ২৭ বছর গৃহবন্দীর দণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
The court banned him from politics in September 2017 in a midnight raid on his home.
= আদালত তাকে রাজনীতিতে নিষিদ্ধ করেছে এবং অনির্দিষ্ট কালের জন্য তার ভোটাধিকার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
২০১৭ সালের সেপেম্বরে এক মধ্যরাতে বাড়িতে অভিযান চালিয়ে Kem Sokha-কে গ্রেফতার করা হয়।
He was accused of conspiring with foreign powers to overthrow Prime Minister Hun Sen’s government.
= দেশটির প্রধানমন্ত্রী হুন সেন’র সরকারকে উৎখাত করার করার জন্য বিদেশী শক্তির সঙ্গে যড়যন্ত্রের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।
Meanwhile, he and his lawyers have denied the charges against him saying the case was baseless.
= এদিকে, তিনি ও তার আইনজীবিরা তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ অস্বীকার করে বলেছে মামলাটি ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *