A hidden corridor of nine metres long has been discovered close to the main entrance of the 4 thousand 5 hundred year-old Great Pyramid of Giza.
= মিশরের গিজায় ৪ হাজার ৫ শো বছরের পুরনো পিরামিডের প্রবেশ পথের কাছে ৯ মিটার লম্বা একটি গুপ্ত করিডোরের সন্ধান পাওয়া গেছে।
Egyptian antiquities officials have said that it could lead to further findings.
= মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক কর্মকর্তারা বলেছেন, এটি গুপ্ত করিডোরটি আরো নতুন কিছুর সন্ধানে ভূমিকা রাখবে।
The Great Pyramid was constructed as a monumental tomb around 2 thousand 5 hundred 60 Before Christ during the reign of the Pharaoh Khufu.
= খ্রিস্টের জন্মের ২ হাজার ৫ শো ৬০ বছর আগে ফারাও কুফুর শাসনামলে স্মৃতিস্তম্ভ হিসেবে এই পিরামিডগুলো নির্মিত হয়।