Russia said today that it was fighting off a “terrorist attack” in the southern Bryansk region bordering Ukraine.
= আজ রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেন সীমান্ত সংলগ্ন দক্ষিণাঞ্চলীয় Bryansk অঞ্চলে একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে।
The local governor of Russia Alexander Bogomaz said, a Ukrainian sabotage group had killed one person, while news agencies said hostages had been taken.
= রাশিয়ার স্থানীয় গভর্নর Alexander Bogomaz জানান, ইউক্রেনের নাশকতা সৃষ্টিকারী একটি গ্রুপ এক ব্যক্তিকে হত্যা করেছে এবং সংবাদ মাধ্যমগুলো কিছু সংখ্যককে জিম্মি করার কথা জানিয়েছে।
Ukraine accused Russia of staging a false provocation.
= মিথ্যা উসকানি দেয়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে ইউক্রেন।
Russia’s border regions have become increasingly volatile since Moscow sent tens of thousands of troops into Ukraine a year ago for special military operation.
= এক বছর আগে বিশেষ সামরিক অভিযানে মস্কো হাজার হাজার রুশ সৈন্য ইউক্রেনে পাঠানোর পর রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলো ক্রমান্বয়ে নাজুক হয়ে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *