The international rights group has appealed today after three experts of United Nations expressed concern over the alleged arbitrary detention and subsequent arrests of four people – including three minors
= তিনটি নাবালকসহ চার ব্যক্তিকে কথিত আপোষে আটক এবং পরবর্তীতে গ্রেফতারের অভিযোগের জের ধরে জাতিসংঘের তিনজন বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশের পর আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপ আজ আপীল করেছে।
Human Rights Watch says Bahrain must drop all charges against three men, who have been arrested amid ongoing violations of the rights to freedom of expression, assembly, and association in the Gulf country.
= হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মত প্রকাশের স্বাধীনতা, সভা ও সমাবেশের অধিকার লংঘনের দায়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ বাহরাইনকে অবশ্যই প্রত্যাহার করতে হবে।
The researcher of Human Rights Watch, Niku Jafarnia said, no one should ever be on trial merely for peacefully expressing their own views about religion.
= হিউম্যান রাইটস ওয়াচের গবেষক Niku Jafarnia বলেন, ধর্ম সম্পর্কে শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের জন্য কখনোই কারো বিচার হওয়া উচিত নয়।