A ceasefire has taken effect in the east of the Democratic Republic of Congo.
= গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে।
The UN Secretary General has urged the M23 rebel group to stop fighting and withdraw from captured territory.
= জাতিসংঘ মহাসচিব লড়াই বন্ধ করতে এবং দখলকৃত এলাকা থেকে বিদ্রোহীদের সরিয়ে নিতে M23 বিদ্রোহী গ্রুপের প্রতি আহবান জানিয়েছেন।
The rebels launched fresh attacks on Congolese army positions, seizing a town and several villages.
= বিদ্রোহীরা কঙ্গোর সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়ে একটি শহর ও কয়েকটি গ্রাম দখল করে নেয়।
Rwanda denies backing the M23 which has captured large swathes of territory over the past year and is threatening the regional capital Goma.
= রুয়াণ্ডা M23 বিদ্রোহী গ্রুপটিকে সমর্থন দেয়ার কথা অস্বীকার করেছে।গ্রুপটি ভূখণ্ডের ব্যাপক এলাকা দখল করে নিয়েছে এবং এখন আঞ্চলিক রাজধানী গোমার জন্য হুমকি হয়ে উঠেছে।