Ukraine’s President Volodymyr Zelensky has vowed to hold eastern Ukrainian city of Bakhmut.
= ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির পূর্বাঞ্চলীয় শহর বাখমুখের অবস্থান ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
Mr. Zelensky said his senior generals agreed to strengthen the city’s defence.
= জেলেনস্কি বলেন, তার সিনিয়র জেনারেলগণ নগরীটির প্রতিরক্ষা জোরদারে সম্মত হয়েছেন।
Meanwhile, Russia has continued to shell the city and surrounding villages.
= এদিকে, রুশ বাহিনী এই নগরী ও এর আশপাশের গ্রামগুলো লক্ষ্য করে অব্যাহত গোলা বর্ষণ করে চলেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *