At least nine security officers have been killed and 13 others wounded during a bomb attack in southwest Pakistan.
= পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক বোমা হামলায় অন্তত ৯ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ১৩ জন আহত হয়েছে।
The blast happened in Balochistan province when the officers were returning to the provincial capital Quetta after policing a festival.
= কর্মকর্তারা একটি উৎসবে নিরাপত্তা দায়িত্ব পালন শেষে প্রাদেশিক রাজধানী কোয়েটার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর পথিমধ্যে বেলুচিস্তান প্রদেশে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
Police said initial evidence suggests that it was a suicide attack.
= পুলিশ জানিয়েছে, এটি আত্মঘাতী হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Sources said the attacker rammed a motorbike into the truck.
= সূত্র জানায়, হামলাকারী মোটরসাইকেলে করে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।
No group has claimed responsibility.
= এ ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।
The Balochistan government has condemned the attack and said that an investigation is under way.
= বেলুচিস্তান সরকার হামলার নিন্দা জানিয়ে বলেছে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।