India’s parliament has disqualified senior opposition leader Rahul Gandhi, a day after he was sentenced to two years in prison in a defamation case.
= ভারতে এক মানহানী মামলায় বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী দু’বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার একদিন পর দেশটির পার্লামেন্ট তাকে অযোগ্য ঘোষণা করেছে।
A parliament notice said that Mr Gandhi stands disqualified from the membership of Lok Sabha, alluding to the lower house of parliament.
= পার্লামেন্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্যপদ থেকে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
He was convicted by the court for 2019 comments about PM Narendra Modi’s surname at an election rally.
= ২০১৯ সালে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবী নিয়ে মন্তব্যের জের ধরে দেশটির আদালত তাকে দোষী সাব্যস্ত করে।
Mr Gandhi was a Congress Party MP from Wayanad in the state of Kerala.
= তিনি কেরালা রাজ্যের ওয়েনাড আসনের কংগ্রেস দলীয় পার্লামেন্ট মেম্বার ছিলেন।
He remains on bail for 30 days and has said he will appeal the verdict given by a court in Gujrat state.
= তিনি ৩০ দিন জামিনে রয়েছেন এবং গুজরাট রাজ্য আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে তিনি আপীল করবেন বলে জানিয়েছেন।