Indian Opposition Leader Rahul Gandhi has filed an appeal against his conviction and jail sentence in a criminal defamation case.
= ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী একটি ফৌজদারী মানহানী মামলায় তার দণ্ডাদেশ এবং কারাদণ্ডের বিরুদ্ধে আপীল করেছেন।
A court in Gujrat state’s Surat city today accepted his petition and posted it for hearing on April 13.
= গুজরাট রাজ্যের সুরাটের একটি আদালত আজ এই আবেদন মঞ্জুর করে এবং ১৩ ই এপ্রিল শুনানির দিন ধার্য করে।
National elections are due in India next year, and Mr Gandhi will not be allowed to contest until his sentence is suspended or he is acquitted in the case.
= ভারতে আগামী বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার দণ্ডাদেশ স্থগিত কিংবা এই মামলা থেকে তাকে খালাস না দেওয়া পর্যন্ত রাহুল গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে পারবেন না।
He was sentenced to two years in jail by a court in Gujrat state for 2019 comments about Prime Minister Narendra Modi’s surname at an election rally.
= ২০১৯ সালে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে মন্তব্যের জের ধরে গুজরাট রাজ্য আদালত তাকে ২ বছরের কারাদণ্ড দেয়