THB LTD.

Finland has become the 31st member of…

Finland has become the 31st member of the NATO security alliance.
= ন্যাটো সামরিক জোটের ৩১-তম সদস্য হলো ফিনল্যাণ্ড।
The military alliance will welcome Finland in a flag-raising ceremony at NATO headquarters on the outskirts of Brussels.
= ব্রাসেলস-এর উপকন্ঠে ন্যাটো সদরদপ্তরে একটি পতাকা-উত্তোলন অনুষ্ঠানে সামরিক জোটটি ফিনল্যাণ্ডকে স্বাগত জানাবে।
The event marks the end of an accelerated process that began last May, when Finland and neighboring Sweden abandoned decades of military nonalignment to seek security as NATO members after Russia’s invasion of Ukraine.
= রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে নিরাপত্তা পাওয়ার জন্য কয়েক দশক ধরে সামরিকভাবে জোট নিরপেক্ষ থাকা ফিনল্যাণ্ড এবং প্রতিবেশী দেশ সুইডেন জোট নিরপেক্ষতার পন্থা পরিহার করে গত বছরের মে মাসে সদস্য পদের জন্য আবেদনের পর ত্বরিৎগতিতে এই প্রক্রিয়া শেষ হওয়া উপলক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে।
The length of Russia’s border with NATO member states has now doubled.
= এর ফলে, ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার সীমান্তের দৈর্ঘ্য এখন দ্বিগুণ হয়ে গেল।
NATO Chief Jens Stoltenberg said NATO would ensure Sweden would become the next member to join.
= ন্যাটো প্রধান Jens Stoltenberg বলেছেন, সুইডেন যাতে পরবর্তী সদস্য হিসেবে ন্যাটোতে যোগ দিতে পারে ন্যাটো তা নিশ্চিত করবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *