Eight people have died and five were wounded in a suspected gang-related shooting that took place outside a nightclub in Ecuador over the weekend.

= গত সপ্তাহে ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে সন্দেহভাজন মাদকপাচারকারী চক্রের গুলিতে ৮ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।

This country has seen a rise in violence as cocaine trafficking gangs fight each other over supply routes and land.

= কোকেন পাচারকারী চক্রগুলো কোকেন সরবরাহের পথ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অন্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় দেশটিতে সহিংসতা বেড়ে গেছে।

Four people died in the capital city, Quito, on Sunday.

= রোববার রাজধানী শহর কুইটোতে চারজন নিহত হয়।

The president of Ecuador, Guillermo Lasso, issued several states of emergency since he took office in 2021 to try to tackle the high crime rates.

= ইকুয়েডরের প্রেসিডেন্ট Guillermo Lasso ২০২১ সালে দায়িত্ব গ্রহণের পর ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম দমনে বেশ কয়েকবার জরুরি অবস্থা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *