Deforestation surges across the world despite pledges to control Climate change.
= জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি সত্ত্বেও বিশ্বজুড়ে বন নিধন বেড়েই চলেছে।
According to New Research, an area of tropical forest the size of Switzerland was lost last year as tree losses increased.
= নিউ রিসার্স বলছে, বৃক্ষ নিধন বৃদ্ধি পাওয়ায় গত বছর সুইজারল্যাণ্ডের সমপরিমাণ একটি ট্রপিক্যাল বন হারিয়ে গেছে।
It means that a political pledge to end deforestation made at COP26 by world leaders is well off track.
= তার মানে বৃক্ষ নিধন অবসানের জন্য কপ টুয়েন্টি সিক্স সম্মেলনে বিশ্বনেতৃবৃন্দের রাজনৈতিক প্রতিশ্রুতি কোনো কাজে আসেনি।
But a sharp reduction in forest loss in Indonesia shows that reversing this trend is achievable.
তবে ইন্দোনেশিয়ায় দ্রুত বৃক্ষনিধন হ্রাসের ঘটনায় প্রমাণ হয় যে, এই ধারার বিপরীত ধারাও অর্জন করা সম্ভব।