Chinese President Xi Jinping has described Russia and China as strategic partners and great neighboring powers. China would make ties with Moscow a priority.
= চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া এবং চীনকে কৌশলগত অংশীদার এবং বৃহৎ ক্ষমতাধর প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন চীন অগ্রাধিকার ভিত্তিতে মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদার করবে।
He said during his visit to Moscow.
= মস্কো সফরকালে তিনি একথা বলেন।
According to Russian State Media, Xi has invited the Russian Leader to visit Beijing sometime this year.
= রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শি জিনপিং এ বছরের কোনো এক সময় রুশ নেতাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
Meanwhile, Japan’s Prime Minister Fumio Kishida is due in Kyiv today for talks with Ukranian President Zelensky.
= এদিকে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য এখন কিয়েভের পথে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *