Chile detected the first case of bird flu in a human; the country’s health ministry informed it.
= চিলি এই প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লু রোগ সনাক্ত করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।

The case was detected in a 53-year-old man who presented severe influenza symptoms, according to a statement issued by the ministry.
= মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইনফ্লুয়েঞ্জার ভয়াবহ লক্ষণ থাকা ৫৩ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু রোগ সনাক্ত করা হয়।
The health ministry noted the patient was in stable condition.
= সনাক্তকৃত রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছেন বোলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
The government is also investigating the source of contagion as well as others who were in contact with the patient.
= সরকার সংক্রমণের উৎস এবং সনাক্তকৃত ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছেন তা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *