African leaders have pressed Russian President Vladimir Putin to move ahead with their peace plan to end the Ukraine conflict.

= ইউক্রেন সংঘাত নিরসনে আফ্রিকান নেতৃবৃন্দ তাদের শান্তি পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি জোরালো আহবান জানিয়েছেন।

They pushed Putin on the second day of a summit in Saint Petersburg.

= সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে তারা ভ্লাদিমির পুতিনের প্রতি এই আহবান জানান।

They served as reminders of the depth of African concern at the consequences of the war, especially rising food prices.

= তারা যুদ্ধের প্রভাবে বিশেষ করে খাদ্যের দাম ‍বৃদ্ধির ব্যাপারে আফ্রিকাবাসীর গভীর উদ্বেগের কথা স্মরণ করিয়ে দেন।

Representatives of 49 countries, including 17 heads of state, attended the summit in the Russian city.

= ১৭ টি দেশের রাষ্ট্রপ্রধানসহ ৪৯ টি দেশের প্রতিনিধিগণ রুশ নগরীতে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে যোগ দেন।

Participants signed a joint declaration that called for the establishment of a more just, balanced and stable multipolar world order, firmly opposing all types of international confrontation in the African continent.

= আফ্রিকা মহাদেশে সকল প্রকার আন্তর্জাতিক বিরোধিতা দৃঢ়ভাবে মোকাবেলায় একটি ন্যায়ভিত্তিক, ভারসাম্যপূর্ণ এবং স্থিতিশীল বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার আহবান সংবলিত একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন অংশগ্রহণকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *