A ship carrying over 41 thousand metric tonnes of coal from Indonesia has arrived at Payra Port for power generation of Payra thermal power plant.
= পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার মেট্রিকটন কয়লা বহনকারী একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছেছে।
The ship Athena has started to unload some fo the coal that arrived while anchored in the channel.
= চ্যানেলে নোঙর করা অবস্থায় অ্যাথেনা নামের জাহাজটি থেকে কিছু কয়লা নামানো শুরু হয়েছে।
The ship is scheduled to enter the jetty of the 1320-Megawatt Payra thermal power plant tonight.
= আজ রাতে জাহাজটি তেরশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে প্রবেশের কথা রয়েছে।
According to power plant officials, four more coal-laden ships will arrive at Payra in the first week of next month.
= বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে আরো চারটি কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছাবে।
They said, there is a possibility that the power plant will resume its power generation from this Sunday.
= তারা জানান, আগামী রোববার বিদ্যুৎ কেন্দ্রটিতে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *