A senior high school student has died after an extinguisher exploded during a fire drill at his campus in Thailand.
= থাইল্যাণ্ডের একটি হাইস্কুল ক্যাম্পাসে অগ্নিনির্বাপণ মহড়ার সময় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে স্কুলটির একজন সিনিয়র শিক্ষার্থী নিহত হয়েছে।
Twenty-one others at Rajavinit Mathayom School in Bangkok were injured in today’s incident, said the city’s governor. Seven were taken to hospital.
= নগরীর গভর্ণর জানান, ব্যাংকক শহরের Rajavinit Mathayom স্কুলে আজ এই দুর্ঘটনায আরো ২১ জন আহত হয়। সাতজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
The explosion had sent the extinguisher flying towards the victim, who was about 10 meters away.
= বিস্ফোরণের ফলে অগ্নিনির্বাপক যন্ত্রটি উড়ে গিয়ে দশ মিটার দূরে দাঁড়িয়ে থাকা ঐ শিক্ষার্থীটির গায়ে সজোরে আঘাত হানে।
Rescuers said the extinguisher may have been defective because of sun or heat exposure.
= উদ্ধারকারীরা জানান, অগ্নিনির্বাপক যন্ত্রটি রোদ কিংবা তাপের প্রভাবে ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে।
The dead student as in his final year of school.
= নিহত ছাত্রটি স্কুলের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *